Skip to main content

Posts

Showing posts from July, 2017

১০ টি বেস্ট এন্ড্রয়েড অ্যাপস যা হয়ত আপনি এখনও ব্যবহার করেন নি ! (জুলাই ২০১৭)

এই টিউনটির হয়ত আলাদাভাবে কোন ভূমিকা করার প্রয়োজন হবেনা। এন্ড্রয়েড কি এবং এন্ড্রয়েড অ্যাপস কি এটা আমরা সবাই খুব ভালভাবেই জানি। আমি আজকে আপনাদের সাথে কয়েকটি বেস্ট এন্ড্রয়েড অ্যাপস শেয়ার করতে যাচ্ছি যা হয়ত আপনি এখনও ব্যবহার করে দেখেন নি। যদি এগুলোর মধ্যে এমন কোন অ্যাপ থাকে যা আপনি কখনও ইন্সটল করেন নি বা ব্যবহার করেন নি তাহলে আমি বলব আজই ইন্সটল করে দেখুন। আশা করি প্রত্যেকটি অ্যাপই ভাল লাগবে আপনাদের। এখানে লেখা সব অ্যাপসই আপনি প্লে স্টোরে পাবেন। আর এখন থেকে কয়েকটি করে বেস্ট এন্ড্রয়েড অ্যাপস নিয়ে একটি করে টিউন প্রত্যেক মাসে একবার করে করার ইচ্ছা আছে। দেখা যাক কতদুর কি করা যায়। এখন আর ভূমিকা না করে টিউনটি শুরু করা যাক। Backdrops Wallpapers প্রথমে শুরু করা যাক একটি অসাধারন ওয়ালপেপার অ্যাপ দিয়ে। ওয়ালপেপার অ্যাপসগুলো নিয়ে খুব বেশি কিছু বলার থাকেনা কারন এটার নামেই বোঝা যায় এই অ্যাপ এর কাজ কি। এই অ্যাপ ব্যবহার করে আপনি প্রায় প্রত্যেকদিন কিছু নতুন নতুন অসাধারন ওয়ালপেপার পাবেন। প্রত্যেকটি ওয়ালপেপারই যথেষ্ট হাই কোয়ালিটির এবং ইউনিক। আপনি চাইলে ওয়ালপেপারটি আপনার ফোনের হোমস্ক্রিনে সেভ ক...